খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে

মানিকগঞ্জ থেকে গাজী শাহাদাত হোসেন ও শ্যাময়েল হাসদা

খেলাধুলার মূল কথা হলে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরি করে শৃঙ্খলবোধ, অধ্যাবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। খেলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের ছেলেমেয়েদের সম্পৃক্ত রাখতে পারবো তারা ততোবেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনায়, মন-মননে, অনেক বেশি শক্তিশালী অনেক বেশি উন্নত হবে। আর এ জন্য আমাদের তৃণমূল পর্যায় থেকেই শুরু করতে হবে।

54729976_2147028808960807_618297637891735552_n
এমন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে বারসিক‘র সহযোগিতায় চরঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চরঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীত শেষে আলোচনা পর্ব শুরু হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পান্নু মিয়া (ইউপি সদস্য, পুটাইল), প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বারসিকের সহযোগি কর্মসূচি কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন ও বিদ্যালয়ের শিক্ষকগণ।

55512150_636786596765145_6627446129015390208_n
আলোচনায় প্রধান শিক্ষক বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের স্মৃতি মনে ধারণ করে লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করা অপরিহার্য। এতে শরীর ও মন ভালো থাকে, সময় ভালো কাটে খারাপ কাজের দিকে মন যায় না। তাছাড়া ছেলে-মেয়েদের মাদকের দিকে ঝুকে পড়ার সম্ভাবনা বেশি। তাই ছেলেমেয়েদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।’ বারসিক‘র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। আমাদের দেশ স্বাধীন হয়েছে বহু রক্তের বিনিময়ে। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি একটি দেশ, পেয়েছি ভৌগোলিক সীমা রেখা, পেয়েছি স্বাধীনতা, পেয়েছি বিশে^র বুকে পরিচিত স্বাধীন বাংলাদেশ। যারা বিশে^র বুকে দেশকে অনেক দুর এগিয়ে নিয়েগেছে। তাই স্বাধীনতার স্মৃতিকে বুকে ধারন করে অপশক্তিকে পরাজিত করে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলা ও সাংস্কৃতিতে এগিয়ে আসতে হবে।

55547052_424467881695028_1922855599993782272_n
পান্নু মিয়া বলেন, ‘এদেশ স্বাধীন হয়েছে বহু কষ্টে বিনিময়ে। তাই আমাদের স্বাধীনতার সপক্ষে কাজ করতে হবে। খেলাধুলার চর্চা বৃদ্ধি করতে হবে এবং তা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে হবে। ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে মেয়েদেরও খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।’ আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

happy wheels 2

Comments