তানোরে ত্রৈমাসিক ‘বিলকুমারী পত্রিকা’র মোড়ক উন্মোচন

তানোর (রাজশাহী) থেকে অসীম কুমার সরকার

রাজশাহীর তানোরে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘বিলকুমারী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। তানোর সাহিত্য পরিষদের আয়োজনে সম্প্রতি তানোর উপজেলা রির্পোটার্স ক্লাবের কার্যালয়ে এ মোড়ক উন্মোচন করা হয়।

TANORE (RAJSHAHI) BILKUMARI PROTIKAR MOROK UNMOCHON NEWS PHOTO 01.11.2019.doc

তানোর সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের উপদেষ্টা ও জাতীয় পরিবেশ পদক কৃষক মো. ইউসুফ আলী মোল্লা, উপদেষ্টা ও জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, বিশিষ্ট গল্পকার কবি মঈন শেখ, তানোর সাহিত্য পরিষদের সভাপতি কবি অসীম কুমার সরকার, বিলকুমারী সাহিত্য পত্রিকার সম্পাদক কবি রেজাউল ইসলাম, সাবেক সার্জেন্ট ও কবি আলাল উদ্দীন, তানোর রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তরুণ উদ্যোক্তা আসলাম আলী, তরুণ কবি রাফিউল ইসলাম, কবি ইমেনুল ইসলাম, কবি জসিম উদ্দীন প্রমুখ।

সূচনা বক্তব্যে পত্রিকার সম্পাদক কবি রেজাউল ইসলাম বলেন, ‘ত্রৈমাসিক ‘বিলকুমারী’ পত্রিকাটিতে ইতিহাস, ঐহিত্য তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের পাঠকরা দীর্ঘদিন ধরে আরও বড় কলেবরে পত্রিকাকে দেখতে চান বলে বারবার তাগিদ দিয়েছেন। ত্রৈমাসিক বিলকুমারী পত্রিকার মাধ্যমে পাঠকের সেই চাহিদা অনেকাংশে পূরণ হবে বলে আমরা আশা করছি।’

happy wheels 2

Comments