প্রকৃতির মেলাবন্ধনে নবান্ন উৎসব করতে চাই
মানিকগঞ্জ থেকে আছিয়া আক্তার ও মো. নজরুল ইসলাম
‘লোকায়ত ঐতিহ্য সংরক্ষণ করি, নারীবান্ধব সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা শিল্পকলা একাডেমি ও বারসিক’র যৌথ উদ্যোগে গতকাল উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নবান্ন উৎসবের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ। অনুষ্ঠানে নবান্ন উৎসব কেন্দ্রিক গান, কবিতা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্বে উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রেখা রাণী দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক সুভাষ কুমার রায়, বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, বারসিক কর্মকর্তা নিতাই চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শাকিল আহমেদ সনেট।
শিল্পী অভিভাবক ও বক্তারা মুক্ত আলোচনায় বলেন, ‘আমরা আজ কৃত্রিমতায় নিমজ্জিত। মুক্ত বাজার অর্থনীতি আমাদের সমাজকে বিচ্ছিন্ন করছে। আমরা শহরে নয়; গ্রামের মাটিতে মাটির গন্ধে কৃষানীর ঘামে গন্ধ্যে প্রকৃতির মেলাবন্ধনে নবান্ন উৎসব করতে চাই। আমরা গান করব নারীর ক্ষমতায়নের জন্য, বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধের জন্য এবং সামাজিক ও প্রাকৃতিক সহিংসতার প্রতিরোধে সাংস্কৃতিক জাগরণের জন্য।