প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় প্রচার অভিযান

সাতক্ষীরা শ্যামনগর থেকে বাবলু জোয়ারদার ও মারুফ হোসেন মিলন

করোনা ভাইরাস সংক্রামনে আতংকিত না হয়ে সচেতনতা অবলম্বন করার জন্য প্রচার প্রচারণা শুরু করেছেন স্থানীয় প্রশাসন। এতদ্বারা সর্বসাধরনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বব্যপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় অত্র এলাকার মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে আজ ২২ মার্চ রবিবার থেকে সকল প্রকার চায়ের দোকান, হোটেল, মিষ্টির দোকান, রেষ্টুরেন্ট ও সেলুন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়াও অন্য সকল ব্যবসায়ীদের জানানো যাচ্ছে যে কোন অবস্থাতেই জরুরি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করলে সেই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে করোনা সর্ম্পকে আপনার করণীয়:
১. বিনা প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান থেকে বিরত থাকুন এবং শিশু ও বয়স্কদের বাড়ীর বাইরে অবস্থান বন্ধ করুন।
২. আপনারা ঘন ঘন সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধৌত করুন এবং বেশী বেশী সুপেয় পানি পান করুন।
৩. বিদেশ ফেরত কোন মানুষ গ্রামে প্রবেশ করলে তাৎক্ষনিকভাবে ইউনিয়ন পরিষদকে অবহিত করুন।
৪. একসাথে ৮-১০ জনের বেশী লোক জমায়েত হওয়া থেকে হতে বিরত থাকুন

নির্দেশক্রমে:
উপজেলা প্রশাসন, শ্যামনগর ও ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, শ্যামনগর।

happy wheels 2

Comments