ভিন্নভাবে সক্ষম নারীদের শীতবস্ত্র প্রদান

ভিন্নভাবে সক্ষম নারীদের শীতবস্ত্র প্রদান

হরিরামপুর, মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা:
প্রান্তিক মানুষেরা শীতে একটু বেশী কষ্ট পায় আর তার মধ্যে যদি ভিন্নভাবে সক্ষম ব্যক্তি হয় তাহলে কষ্টের সীমা বেড়ে যায়। কিন্তু অধিকাংশ সময়েই এই মানুষদের পাশে দাড়ানোর মানুষ পাওয়া যায় না। সরকারী নানান উদ্যোগ থাকলেও অধিকাংশ সময়েই তলানীতে এসে এই ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের হাত পর্যন্ত এসে পৌছায়না। তবে ইদানিং আশার আলো দেখায় সামাজিক সংগঠন, ক্লাব ও যুবকদের শীত নিবারনের জন্য নানান উদ্যোগ গ্রহন। সমাজের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ মানুষ জনের সহায়তায় যুবকেরা শীতের বস্ত্র প্রদানের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সহযোগিতা প্রাপ্ত হয়। একে অপরের সহযোগিতায় শীত নিবারনে সহায়ক দরিদ্র জনগোষ্ঠী। তেমনিভাবে দীঘ দিন ধরে হরিরামপুর প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, হরিরামপুর সেচ্ছাসেবক টিম ও বারসিক এর উদ্যোগে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার ও বৈষম্য রোধে প্রচার অভিযান করে আসছে। সংগঠনগুলোর উদ্যোগে শীত নিবারনের জন্য প্রতিবছর ভিন্নভাবে সক্ষম শীতবস্ত্র বিতরন করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, পদ্মাপাড়ের পাঠশালার ও বারসিক এর উদ্যোগে হরিরামপুরের ভিন্নভাবে সক্ষম ২০ জন নারীদের শীতবস্ত্র প্রদান করা হয়।


উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে শীতবস্ত্র প্রদান ও আলোনা করেন হরিরামপুর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল করিম, পদ্মাপাড়ের পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক মীর নাদিম, সমাজ সেবক রাজা মিয়া, স্বেচ্ছাসেবক সাইদুর রহমান, প্রেগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আদায়ে ও উন্নয়নে সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। জনসজেতনতায় প্রচারনামূলক কাজ করার মাধ্যমে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক বৈষম্য রোধে সহায়ক হবে। বর্তমানে এক দিকে মহামারী করোনা অন্য দিকে কনকনে শীত। এসকল সমস্যা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের কষ্ট বাড়ছে। দরিদ্র অসহায় পরিবারে ভিন্নভাবে সক্ষম ব্যক্তির শীত নিবারনের জন্য একটি শীতবস্ত্র অনেক বড় সহায়তা হয়। সমাজের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ব্যক্তিগণ এগিয়ে আসার মাধ্যমে ভিন্নভাবে সক্ষম ব্যক্তি ও দরিদ্র অসহাদের সহায়তা ও বাঁচার রাস্তা দেখায়।

happy wheels 2

Comments