সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজী মাহিদা মিজান, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস ২০২১ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের রাজারবাগান লিচুতলায় উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২০ জন শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম হয়েছে ৪র্থ শ্রেণির খাদিজা খাতুন, ২য় হয়েছে ৫ম শ্রেণির রাবেয়া খাতুন ও ৩য় হয়েছে ৮ম শ্রেণির সিয়াম হোসেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য সাইফুল্লাহ আল মামুন ও বারসিক’র গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান।
এসময় উপস্থিত অভিভাবকদের মধ্যে কামরুন্নাহার বলেন, ‘আমাদের এলাকার শিশুদের নিয়ে এর আগে কখনো কোন প্রতিষ্ঠান এমন আয়োজন করেনি। আমাদের বাচ্চারা যে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাতেই আমরা খুশি। ১ম, ২য় হওয়া কোন বিষয় না।’
ফাতেমা বেগম বলেন, ‘আমাদের এলাকার ছেলে-মেয়েরা পড়াশোনায় অনেক পিছিয়ে আছে। তাদের নিয়ে কেউ আগে এমন আয়োজন করেনি। এমন প্রতিযোগিতা আরও কিছু করলে তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরি হতে পারে।’