আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কিশোরীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গাজী মাহিদা মিজান, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরায় করোনাকালীন সময়ে শহরের নিম্ন আয়ের পরিবারের কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।


আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান ঋষিপাড়ায় আশার আলো কিশোরী সংগঠনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় মাসব্যাপী এই সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। মাসব্যাপী এই সেলাই প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের মাঝে প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষক পূর্ণিমা দাসী।

এসময় উপস্থিত ছিলেন বারসিক’র গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান এবং যুব সংগঠক জাহাঙ্গীর আলম। মাসব্যাপী এই সেলাই প্রশিক্ষণ গ্রহণ করবে আশার আলো কিশোরী সংগঠনের ১৫ জন কিশোরী।


এসময় বারসিক’র গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, ‘মাসব্যাপী এই সেলাই প্রশিক্ষণ গ্রহণ করলে আমাদের ভবিষৎতে অন্যের উপর নির্ভরশীলতা কিছুটা হলেও কমবে। এছাড়া এই ১৫ জন কিশোরীদের মধ্য থেকে হয়তো ভবিষৎতে কয়েকজন নারী উদ্যোক্তাও সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আমি আশা করি।’
বারসিক’র যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি মনে করি পড়ালেখার পাশাপাশি এ ধরনের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করলে আমাদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।’


আশার আলো কিশোরী সংগঠনের সভাপতি শিখা দাস বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ করা হলে আমরা অনেকভাবে লাভবান হতে পারব বলে আমি আশা করছি। পাশাপাশি আমাদের এলাকার কিশোরীদের ঝড়ে পড়াও হয়ত কিছুটা হলেও রোধ করা যেতে পারবে।’

happy wheels 2

Comments