সংগঠনের মাধ্যমে নতুন কিছু কাজ করতে পারবো

রাজশাহী থেকে রিনা টুডু

মাহালি পাড়া গ্রামে নতুন একটি সংগঠন তৈরি করা হয় সম্প্রতি। সংগঠনের নাম রাখা হয়েছে, মাহালি পাড়া নতুন পথে এগিয়ে যাবো কিশোরী সংগঠন। কিশোরীদের সাথে আলোচনা করে ও তাদের মতামত এই সংগঠন টি তৈরি করা হয়। এই সংগঠনটি তৈরি উদ্দেশ্য হলো, কিশোররা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা পড়ে, সেই সব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করা, সমস্যা সমাধান করা, গ্রামের উন্নয়নমূলক কাজগুলো তে সহায়তা করা, তার পাশাপাশি পড়াশোনা বন্ধ না করা, মাদকে আসক্ত না হওয়া সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করা।

এই সংগঠনের কিশোরী রা প্রথম কাজ শুরু করেন বৃক্ষ রোপণ দিয়ে, তারা বিভিন্ন জায়গা থেকে , জাম বীজ সংগ্রহ করে, এবং পুকুর পাড়ে, রাস্তার পাশে, বীজ গুলো রোপণ করে। সংগঠনের এক কিশোরী আইরিন হেমব্রোম বলেন, ‘এই সংগঠন তৈরী করে আমাদের অনেক উপকার হয়েছে এবং উপকার পাবো। আরো অনেক নতুন কিছু কাজ করতে পারবো, সংগঠন আমাদের একটি শক্তির মতন কাজ করবে। এই সংগঠন তৈরী করে কিশোরী রা খুব আনন্দ প্রকাশ করেছেন। সংগঠনের কিশোরীরা জানান, তারা আরো নতুন কাজ করার বিষয়ে পরিকল্পনা করবেন। এই সংগঠনের মাধ্যমে তারা আরো ভালো কিছু করবেন বলে আশা রাখছে।

happy wheels 2

Comments