শ্যামনগরের কাশিমাড়িতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরা থেকে রুবিনা পারভীন
বারসিক’র উদ্যোগে সাতক্ষীরা শ্যামনগরে গোবিন্দপুর আবু হানিফা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র ধনী দেশই দায়ী’ এ বিষয়ের ওপর জলবায়ু বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতার সঞ্চালক হিসাবে ছিলেন বিদ্যালয়ের ইংরেজি সহঃ শিক্ষক রতন কুমার
প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ সফিকুল ইসলাম (অধ্যক্ষ), বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল, আল মামুন এবং উপজেলা জনসমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম। বিচারক মন্ডলী হিসাবে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক প্রবীর কুমার রপ্তান,ইসমাতারা বেগম,তারেক রহমান রিয়াদ।
জলবায়ু সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতদিনের কর্মসূচির তৃতীয় দিনে বারসিক’র সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এবং সিডিও।
বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দুটি দলকে গাছ উপহার দেয়া হয়