প্রাণবৈচিত্র্য রক্ষা করি, সুস্থ সুন্দর পৃথিবী গড়ি

শ্যামনগর, সাতক্ষীরা থেকে রুবিনা রুবি 

“চুক্তি থেকে কাজ, প্রাণবৈচিত্র্য ফিরিয়ে আনি” এই প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ূথ টিম এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আয়োজনে গতকাল আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে সকল প্রাণের সুরক্ষায় ও সংরক্ষণে উপকূলীয় যুবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ মে সন্ধ্যা ৭ টায় শ্যামনগর সিডিও ইয়ূথ টিমের  আঞ্চলিক অফিসে উপজেলা জনসমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণ ও প্রকৃতির উপর বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা  গাজী আল ও  রামকৃষ্ণ জোয়ারদার এবং রুবিনা পারভীন । এসময় উপস্থিত  ইয়ুথ টিমের সদস্যরা। যুব টিমেরা তাদের স্ব স্ব মতামত প্রকাশ করেন এবং প্রাণ ও প্রকৃতি রক্ষার জন্য শপথ গ্রহণ করেন।

আলোচনায় বলা হয়, শুধু মানুষ নয়,পৃথিবীর কোন কিছুই একা বাস করতে পারে না। পৃথিবীতে বেঁচে থাকতে হলে একে অপরের উপর নির্ভরশীল হতে হয়। যেমন মাটির উপর গাছ, গাছের উপর হরিণ, হরিণের উপর বাঘ। শুধুমাত্র এগুলো নয় পৃথিবীর প্রতিটি বৃহৎ থেকে ক্ষুদ্র প্রাণী প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল। 

happy wheels 2

Comments