রাসেলস ভাইপার সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে

সত্যরঞ্জন সাহা, হরিরামপুর, মানিকগঞ্জ
হরিরামপুর উপজেলা সবুজ সংহতি কমিটি, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সভায় অংশগ্রহণকারীদের আলোচনায় উঠে আসে হরিরামপুর উপজেলার চরাঞ্চলে রাসেলস ভাইপার (চন্দ্র বোড়া) সাপের কামড়ে গত চার মাসে ৫ জন কৃষক নিহত হওয়ার বিষয়টি। চরের কৃষকগণ রাসেলস ভাইপার আতঙ্কে মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন।


সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সবুজ সংহতি কমিটির আহবায়ক আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সবুজ সংহতি কমিটির যুগ্ম আহবায়ক ও সহকারী শিক্ষক শুভ্রা রায়, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, গোলাম মনির হোসেন মহিলা কলেজের প্রভাষক জিসান রহমান স¤্রাট, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির সদ্য মীর নাদিম হোসেন, জেলা কৃষি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শহীদ বিশ^াস, কৃষক সুচরণ সরকার, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন।


আলোচনায় বক্তারা বলেন, ‘হরিরামপুর চরে কৃষকগণ প্রতিবছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে খাবার চাহিদা পূরণ করেন। ফসলগুলো হলো ধান, ভুট্টা, গম, পাইরা, শরিষা, মাসকলই, খেসারী, কালোজিরা, রাঁধুনী, ধনিয়া, তিল, তিশি, কাউন, পারাঙ্গি আউশ ধান, জিরনীসহ শাকসবজি। চরের মাঠে বর্ষা পানির সময় কিছু জমিতে হিজল দিঘা চাষ করে থাকে। বাড়ির আনাচে কানাচে শাকসবজি চাষ করে থাকে। চরাঞ্চলে প্রতিটি বাড়ি গরু, ছাগল, ভেড়ার খামার।’


তারা জানান, সম্প্রতি রাসেল ভাইপার সাড়ের উপদ্রবে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে। কৃষকরা মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন। গত চার মাসে রাসেল ভাইপার ভাইপারের কামড়ে ৫ জন কৃষক মারা গেছেন। বর্তমাতে তিল, ধান সংগ্রহ করার সময়ে মাঠে অনেক লোক কাজ করতে নামছে না। অংশগ্রহনকারীগণ মনে করেন রাসেল ভাইপার সম্পর্কে এখনই ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন। এজন্য বারসিক, জনসংগঠন, বিভিন্ন কমিটি, গ্রাম সভা করার মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে।

happy wheels 2

Comments