সাম্প্রতিক পোস্ট

শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্যামনগর, সাতক্ষীরা থেকে গাজী আল ইমরান

20170904_120758শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর সানা বাড়ি কুরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম (এসএসএসটি) শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এবং  বারসিক’র সার্বিক সহযোগীতায় অসহায়,হত দরিদ্র মানুষের সেবায় সম্প্রতি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।ফ্রি মেডিকেল ক্যাম্পে খুলনা গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ এ কে এম আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধায়নে নাক,কান,গলা, গাইনী,সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এলাকার তিন শতাধিক রোগিকে সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকালে প্রয়োজনে রোগীদের ডায়াবেটিস, হেপাটাইটিস,ব্লাড গ্রপিংসহ বিভিন্ন পরীক্ষা করা হয়।

20170904_123704

এ সময় উপস্থিত ছিলেন গড়কুমারপুর সানা বাড়ি কুরআন শিক্ষা কেন্দ্রের পরিচালক আলহাজ্ব এস এম নওশের আলি মাস্টার,ব্যাংক কর্মকর্তা আনিছুর রহমান, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, আল ইমরান,এসএসএসটির সভাপতি মারুফ হোসেন মিলন, গাজী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ মুজাহিদুল ইসলাম সাইদ এস এএস টির সহ-সভাপতি গাজী আনিসুর রহমান, কোষাধ্যক্ষ গোকুল চন্দ্র মন্ডল,সদস্য ইকবাল হোসেন,রিজভিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

happy wheels 2

Comments