সাম্প্রতিক পোস্ট

বাল্যবিয়ে বন্ধ করি সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলি

রাজশাহী থেকে সুলতানা খাতুন

সম্প্রতি বারসিক ও জনগোষ্ঠীর উদ্যোগে গ্রামে গ্রামে বাল্য বিয়ের কুফল নিয়ে কিশোরী ও অভিভাবকদের সাথে সচেতনতামূলক সভা করা হয়েছে। এসব সভায় গ্রামের নারী, পুরুষ, কিশোর কিশোরী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এসব সভায় বক্তারা বাল্য বিয়ের জন্য সমাজ ব্যবস্থাকে দায়ি করেছেন। তারা জানান, বাল্য বিয়ে সমাজের জন্য একটি অভিশাপ। কারণ একটি বাল্য বিয়ে একটি মেয়ের জীবন ও সম্ভাবনাকে তিলে তিলে ধ্বংস করে।

বক্তারা মনে করেন, সমাজ ও পরিবারের সদস্যরা সচেতন হলে এবং শিক্ষাকে গুরুত্ব দিলে বাল্য বিয়ের মতো একটি সামাজিক অপরাধ কমে যাবে। বারসিক’র এই উদ্যাগকে তারা প্রশংসা করেন এবং এই উদ্যোগের কারণে করোনার এই সময়ে অন্য এলাকায় বাল্য বিয়ে বেশি সংঘটিত হলেও তাদের এলাকায় কম হয়েছে। কারণ মানুষ সচেতন হয়েছে।

তারা মনে করেন আগের তুলনায় কিশোর কিশোরী ও অভিভাবকরা অনেকটা সচেতন হয়েছেন। সভায় উপস্থিত সবাই তাদের নিজ নিজ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত করতে চান। তারা মনে করেন, সচেতনতাই পারবে সামাজিক ব্যাধি প্রতিরোধ করতে।

happy wheels 2

Comments