শিক্ষা প্রতিষ্ঠান হোক যৌন হয়রানিমুক্ত
মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার
‘কন্যা শিশুর অগযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বারসিক’র উদ্যোগে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯। দিবসকে কেন্দ্র করে মত্ত উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং বারসিক’র সহযোগিতায় যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মপরিবেশ তৈরি ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। মত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া বলেন, ‘বারসিক’র এই উদ্যোগ সত্যিই খুব ভালো এবং সময়োপযোগি। আমাদের বিদ্যালয়কে যৌন হয়রানিমুক্ত করার লক্ষ্যে এই কমিটি করা হলো। কমিটির সবাই মিলে এক সাথে কাজ করবে। আমরা একটি অভিযোগ বক্স করে দিব। সেখানে অভিযোগকারী তার অভিযোগ লিখিতভাবে জানাতে পারবে। আমরা কমিটির সবাই মিলে তার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আশা করছি কমিটির সবাই স্বতঃস্ফূর্তভাবে তা দায়িত্ব পালন করবে।’
মত্ত সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলি রানী দত্ত বলেন, ‘আমাদের দেশে এখনো অনেক বাল্য বিয়ে হচ্ছে। তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা কখনো বাল্য বিয়ে করবে না। কারো বাল্য বিয়ের খবর পেলে তার প্রতিবাদ করবে। একটা সময় ছিল যখন মেয়েরা অনেক অবহেলিত ছিল। আজকের দিনে মেয়েরা সকল ক্ষেত্রেই সমানভাবে কাজ করছে। তোমরা শিক্ষিত হলে তোমরা তোমাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারবে। যৌন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।”
অনুষ্ঠানে সকলের আলোচনার মধ্য দিয়ে মহামান্য হাইকোর্ট প্রদত্ত নীতিমালা অনুসারে যৌন হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবি আক্তারকে কমিটি প্রধান করে ‘যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি’ নামে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে ১০০ জন শিক্ষার্থী সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়। কমিটি গঠন শেষে কমিটির সদস্যদের নিয়ে তাল বীজ বপন করা হয়।
উল্লেখ্য যে, স্বাগত বক্তব্যে বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় দিবসের তাৎপর্য তুলে ধরেন।