কলমাকান্দায় মানবাধিকার দিবস পালন
কলমাকান্দা থেকে গুঞ্জন রেমা
কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজনে বারসিক, কারিতাস, সারা, মহিলা পরিষদ এর সহযোগিতায় গতকাল পালিত হল বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯।
বর্ণাঢ্য র্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভূবন চাম্বুগং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, আদিবাসী নেতা বথুয়েল চিসিম। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক বৃন্দ সঞ্চালনায় ছিলেন ফখরুল আলম খশরু সাধারণ সম্পাদক প্রেসক্লাব, কলমাকান্দা নেত্রকোণা।
অনুষ্ঠানে আলোচকগণ বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অধিকারগুলো লুন্ঠিত হচ্ছে। মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেটির প্রাপ্তির ক্ষেত্রে অনেক সময় নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। মানুষের মাঝে মানবিকতা দিন দিন হ্রাস হচ্ছে মনে হয়। তাই পত্রপত্রিকায় নানা ধরণের অরাজতার খবর আমরা দেখতে পাই।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীন দেশে বসবাস করছি তাই সকল মানুষ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে ও নিজ নিজ অধিকার যেন সুরক্ষিত থাকে এটি সবার কাছে প্রত্যাশা।’