সাতক্ষীরা শহরের ঋষি পাড়ায় নারীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা
সাতক্ষীরা থেকে গাজী মাহিদা মিজান
সাতক্ষীরা সদর উপজেলার রাজার বাগান ঋষিপাড়ায় নিম্নআয়ের পরিবারের নারীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বারসিক এ সভার আয়োজন করে। সভায় বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় বয়ঃসন্ধিকালীন সমস্যা ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী রোজিনা খাতুন। তিনি বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, এ সময় পুষ্টিকর খাদ্য গ্রহণ বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য গ্রহণ, ভারী কাজ কম করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাসহ নানা বিষয় তুলে ধরে পরামর্শমূলক বক্তব্য দেন।
এসময় অংশগ্রহণকারী নারীরা নানা বিষয়ে প্রশ্ন করেন। সভায় রাজার বাগান ঋষিপাড়ার ২৯জন নারী অংশগ্রহণ করেন।