নারীদের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে
মানিকগঞ্জ থেকে ঋতু রবি দাস
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চর বেউথা নারী উন্নয়ন সমিতি’র আয়োজনে এবং বারসিক‘র’ সহযোগিতায় চর বেউথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর নাহিদ খান, প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং মাঠ সহায়ক ঋতু রবি দাস।
অনুষ্ঠানে নাহিদ খান তিনি বলেন, ‘সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা আছে নারীদের জন্য। যুব উন্নয়ন থেকে সেলাই প্রশিক্ষণ. হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ নিতে পারবেন। তাছাড়াও বিভিন্ন ভাতা রয়েছে। নারীদের জন্য ৬৩ এবং পুরুষদের জন্য ৬৫ বছর হলে তারা বয়স্কভাতা পাবেন। তাই সবার জন্য ভোটার আইডি কার্ডের কোন বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘আপনারা অনেকেই বয়স কমিয়ে দেন। তখন দেখা যায় যে বাস্তবে আপনাদের বয়স বেশি হলেও কার্ডে কম থাকায় আমরা আপনাদের ভাতার আওতায় আনতে পারিনা। আমি আপনাদের কথা দিলাম যদি এমন কোন লোক থাকে যাদের বয়স হয়েছে অথচ তারা ভাতা পাচ্ছেনা আমাকে জানাবেন, আমি নিজে তাদের ব্যবস্থা করে দিব।’
প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আপনাদের যে কোন সমস্যা হলে আপনারা আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব সমাধান করার, বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেদের স¦াবলম্বী করে তোলার চেষ্টা করবো। নারীদের অধিকার রক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তাই আপনারা নিজেদের অধিকার আদায়ে সর্বদা তৎপর থাকবেন।’
আলোচনা শেষে নারীদের প্রাণবন্ত করার জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই ধারণাপত্র পাঠ করেন ‘চর বেউথা নারী উন্নয়ন সমিতি’র সদস্য মিলা আক্তার। ধারণাপত্র পাঠের মাধ্যমে উপস্থিত সবাই দিনটির তাৎপর্য জানতে এবং বুঝতে পারেন। তারা এই দিনটি কেন পালিত হয়, তার হৃদয়বিদারক ঘটনা জানতে পারেন। ১৯৬০ সালের ২৫শে নভেম্বর লাতিন আমেরিকার দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রেও স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলন করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা এবং মিনার্ভা নামের তিন বোনকে হত্যা করা হলে তাদের স্মরণে ১৯৮১ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়।