কলমাকান্দায় গ্রামীণ নারী দিবস উপলক্ষে অচাষকৃত খাদ্য মেলা অনুষ্ঠিত

কলমাকান্দা নেত্রকোনা থেকে গুঞ্জন রেমা
১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো- ‘গ্রামীণ নারীরাই সকলের জন্য নিরাপদ খাদ্য চাষ করেন।’ প্রতিপাদ্যটি সামনে রেখে বারসিক কলমাকান্দা রিসোর্স সেন্টারের সহযোগিতায় উত্তর লেঙ্গুরা গ্রামে গ্রামীণ আদিবাসী, বাঙালি নারীরা কুড়িয়ে পাওয়া বা অচাষকৃত শাকসব্জির প্রদর্শনী মেলার আয়োজন করেন।


মেলায় ২৫টি স্টলে এসব অচাষকৃত শাকসব্জি প্রদর্শন করা হয়। সর্বমোট ৩৩টি অচাষকৃত শাক সব্জি প্রদর্শন করেন মিলিতা হাজং। অচাষকৃত শাকসব্জিগুলো হলো- পাদরা পাতা, লতা, করজীনিশাক, থানকুনি, চংগী, তিত বেগুন, কলমী, কচু, ঝিনুক, চপেতা, মাসআলু, ঢেকিশাক, শামুক, ফাওয়াঙ্গা, শাককুচক, শাপলা, জক শাপলা, কাঠখড়ি, কচুশাক, মাধবীলতা, মানকচু, সাদা দুধকচু, রসনি শাক, কলকা পাতা, চঙ্গেরু পাতা, দন্দকলস, টকলে পাতা, বালে আলু, রাজা বিকিতিক্তা, মুখি, হেলঞ্চা, বিকিতিক্তা, গেরেদেক ইত্যাদি।


মেলাকে কেন্দ্র করে মুন্না রংদী এর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এলটুশ নকরেক কারিতাস বাংলাদেশ আঞ্চলিক কর্মকর্তা, গুঞ্জন রেমা উপজেলা সমন্বয়কারী বারসিক কলমাকান্দা, নেত্রকোণা, ববিতা হাজং, কল্পনা রাণী সরকার ও সেন্টু হাজং প্রমূখ। আলোচনায় বক্তাগণ তাদের নিজ নিজ বক্তব্যে অচাষকৃত শাকসব্জির গুরুত্ব তুলে ধরেন । পাশপাশি এসব অচাষকৃত শাকসব্জিগুলি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের উপর জোড় দেন।

happy wheels 2

Comments