ফসল বৈচিত্র্য রক্ষায় কৃষকদের মাঝে স্থানীয় জাতের বীজ বিতরণ

নেত্রকোনা থেকে খাদিজা আক্তার লিটা

নেত্রকোনা জেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর কৃষক সংগঠনের উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় সম্প্রতি আমন মৌসুমে স্থানীয় জাতের বীজ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চল্লিশা, আমতলা, সিংহের বাংলা, কাইলাটী, লক্ষীগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক কৃষাণী ও স্থানীয় জনগণ। অনুষ্ঠানে অংশ নেন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপসহকারী শহিদুললাহ সরকার।
গত আমন মৌসুমে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বর গ্রামের তুষাইপাড়ের কৃষক সংগঠনের উদ্যোগে ধানজাত গবেষণা নেত্রকোনা বিভিন্ন ইউনিয়নের কৃষকদের পছন্দ অনুযায়ী বাছাইকৃত ধান বিতরণের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বারসিক কর্মকর্তা খাদিজা আক্তার লিটা। স্থানীয জাতের বীজ সংগ্রহ করার প্রয়োজনীয় নিয়ে আলোচনা করেন বৃষক কামরুল মিয়া। স্থানীয় জাত ও বাজারের কেনা ধানের চাষের ফলে উপকারিতা ও সমস্যা নিয়ে আলোচনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদুল মিয়া। আমন মৌসুমে বাছাইকৃত স্থানীয় জাতের ধান কাবন্দুলান, মালশিরা, জড়িয়া, সুবাশ, রহমত, স্বর্ণা, হেকিম ইত্যাদি ধানের বৈশিষ্ট্যগুলো অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়। ভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষদের পছন্দে বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে আদি সাংস্কৃতিক সংগঠন নিজেদের তৈরী স্থানীয় ফসল বৈচিত্র্য রক্ষা ও মানুষের জীবনে এ প্রয়োজনীয় নিয়ে লিখা বাউল গান পরিবেশন করেন।


উল্লেখ্য যে, অনুষ্ঠান শুরুর আগে রাজেন্দ্রপুর কৃষক সংগঠনের সভাপ্রধানে দায়িত্বে থাকা মরহুম কৃষক কামরুল হাসান বাদশা মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

happy wheels 2

Comments