সাম্প্রতিক পোস্ট

‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া

011

কার্তিকের শেষভাগ। প্রকৃতির দুয়ারে হেমন্তের শিশিরস্নাত ভোর। বাংলার আবহমান ষড়ঋতুর হিসাবে কার্তিক ও অগ্রহায়ণ এ দু’মাস হেমন্ত। হেমন্ত মানেই শীতের পূর্বাভাস। হালকা শীতের হাওয়ার দোলায় বন, বনানীর চিরলপাতায় মৃদু কাঁপন নিয়ে আসে হেমন্ত। এ এমন এক চমৎকার ঋতু। না শীত, না গরম। হেমন্তের রূপালি শিশির বিন্দুর সমাহার চোখে পড়তে শুরু করেছে গাছের চিরলপাতায়, মাঠভরা সবুজ ধানের শীষে। হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ধানের শীষে সূর্যের সোনালি আলোয় এমন মুক্তো ছড়ানো রূপালি শিশিরবিন্দু নিয়ে আসা শীতের আগমনী টের পেয়েই লিখেছিলেন তার সেই অমর কবিতা ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু…। ধানের শীষের ওপর শিশিরের সেই আবহমান সৌন্দর্যের চিত্রধারন করা হয়েছে মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে —–ছবি: আব্দুর রাজ্জাক

happy wheels 2