সাম্প্রতিক পোস্ট

রাজশাহীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

তানোর (রাজশাহী) থেকে মিজানুর রহমান

রাজশাহীর তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির জনৈক এক শিক্ষার্থীর (১৩) বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ।

গত ১০ অক্টোবর দুপুর ৩টায় ওই ছাত্রীর সঙ্গে তানোর পৌর সদরের গুবিরপাড়া গ্রামের জনৈক ব্যক্তির ছেলের এ বিয়ের আয়োজন চলছিল। স্থানীয়ভাবে জেনে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মৌসুমী খাতুনকে বিষয়টি সরেজমিনে দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, ‘মেয়েটির বিয়ের বয়স না হওয়ায় আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। পরে বিয়েটি বন্ধ করে দেই। মেয়ের বাবা ও মা মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুসলেকা দিয়েছেন। ভবিষ্যতে বাল্য বিয়ের ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

33333333331910101337

এই প্রসঙ্গে তথ্যসেবা কর্মকর্তা বলেন, ‘মেয়েটির নিজের মা না থাকায় সৎ মা অসহায়ত্বের সুযোগ নিয়ে এ কোমলমতির শিক্ষার্থীকে পৌর এলাকার অবস্থাশালী ব্যক্তির ছেলের সাথে বিয়ে দেয়ার আয়োজন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হলে আমাকে সরেজমিনে দেখার জন্য বলেন। আমি সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করে দেই এবং মেয়ের বাবা ও মাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত জানাই এবং মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য মুসলেকা নিই।’

happy wheels 2

Comments