বস্তিবাসীদেরকে আরও সচেতন হতে হবে

ঢাকা থেকে ফেরদৌস আহমেদ উজ্জল

নভেল কারোনা ভাইরাস দুর্যোগ ও নগরের নিম্ন আয়ের মানুষের টিকে থাকার কৌশল শীর্ষক এক আলোচনা সভা সম্প্রতি কাপ মিলনায়তনে বারসিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের শুরু বারসিকের সহযোগী সমন্বয়ক ফেরদৌস আহমেদ উপস্থিত অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি বলেন, ‘করোনা মহামারী আমাদের নি¤œ আয়ের মানুষদের জীবনে ভয়াবহ পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। লাখ লাখ মানুষ কর্মহীন আর বেকার। দেশব্যাপী মানুষ করোনায় আক্রান্ত আর ইতোমধ্যে প্রায় ৪ হাজারেও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।’ তিনি বলেন, ‘বস্তিবাসীদের জীবন আরও কষ্টের। এসময়কালে তারাই সবচেয়ে মানবেতর জীবনযাপন করেছেন। বস্তিবাসীদের কাজে ফেরার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই কাজে ফিরতে হবে।’


সহযোগী কর্মসূচী কর্মকর্তা সুদিপ্তা কর্মকার বলেন, ‘সকলকে আরও সচেতন হতে হবে কাজে ফিরতে হলে। ঢাকা শহরের সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত আর আমরা চাই বস্তিবাসী ও নি¤œ আয়ের মানুষরা আবার তাদের কাজে ফিরে যাক। কিন্তু এটার জন্য সকলকে সংগঠিত হয়ে সচেতন হতে হবে। কারণ এই রোগটা হলো মহামারী আর সকলে সচেতন না হলে এ থেকে বাঁচার উপায় নাই।’


আলোচনা শেষে অংশগ্রহণকারীদের সচেতন করার জন্য বিভিন্ন বিষয়ে ধরে ধরে আলোচনা করা হয় ও তাদেরকে স্বাস্থ্য বিধি বুঝিয়ে দেয়া হয়। শেষে সকল অংশগ্রহণকারীদের সাবান ও সচেতনতার জন্য লিফলেট প্রদান করা হয়।

happy wheels 2

Comments