নারী-পুরুষ সবাইকে নিয়েই উন্নয়নের কথা ভাবতে হবে

মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট, সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদও উপজেলার নির্বাহী অফিসার জ্যোতিশ^র পাল। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষকসহ ১২০ জন অংশগ্রহণ করেন।


শুরুতেই মানিকগঞ্জ শহরের পাশে হিজুলী মাঠে কিশোরীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় মানিকগঞ্জ পৌরসভাধীন মত্ত উচ্চ বিদ্যালয় এবং মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জে কে উচ্চ বিদ্যালয়ের কিশোরীরা অংশগ্রহণ করে। খেলার উদ্বোধন করেন জে কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিল্পী আক্তার। ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-০ গোলে মত্ত উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জে কে উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। ফুটবল খেলা শেষে কিশোরীদের অংশগ্রহণে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র‌্যালিতে ২২ জন কিশোরী অংশগ্রহণ করে। র‌্যালিটি হিজুলী মাঠ থেকে শুরু করে হিজুলী বাজ হয়ে ঢাকুয়া পাড়ার মধ্য দিয়ে মত্ত উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।


বেলা ১২.০০ টায় মত্ত উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন মত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান লাল মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক’র প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আলোচনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ^র পাল বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বারসিক’র আয়োজনে কিশোরীদের অংশগ্রহণে আজকের এই ফুটবল টুর্নামেন্ট এ অংশগ্রহণ করার জন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আজ নারী দিবস পালন করা হচ্ছে। আমরা নারী দিবসের প্রেক্ষাপট আলোচনায় শুনেছি লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও জেন্ডার সমতা আনয়নের লক্ষ্যে নারী দিবস পালন করা শুরু হয়।’ তিনি আরও বলেন, ‘মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ তো মানুষই। এখানে কেন নারী-পুরুষকে আলাদাভাবে চিন্তা করা হবে। নারী-পুরুষ সবাইকে নিয়েই উন্নয়নের কথা ভাবতে হবে। কাউকে পিছনে ফেলে নয়, নারী-পুরুষ সবাইকে নিয়েই উন্নয়ন সম্ভব।’


সভাপতির বক্তব্যে মত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেয়েদের ফুটবল খেলা, সাইকেল র‌্যালি এবং আলোচনা সভা আয়োজন করার জন্য বারসিককে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামটি আমার বিদ্যালয়ে করার জন্য। আজ মেয়রা অনেক এগিয়ে গেছে।’
বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘বারসিক জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। আজকে কিশোরীরা অনেক ভালো ফুটবল খেলেছে। কিন্তু একটা সময় দেখা যায় প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মেয়েরা ফুটবল খেললেও উচ্চ মাধ্যমিক পর্যায় গিয়ে সেটা আর ধরে রাখতে পারে না। ধারাবাহিকতা থাকে না। আজকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের দাবি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এই ফুটবল খেলার ধারাবাহিকতা থাকে তার জন্য তিনি প্রয়োজন উদ্যোগ গ্রহণ করবেন।’


জে কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘বারসিক বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে থাকে। মেয়েদের এগিয়ে নিতে নানা ধরণের সচেতনতামূলক কাজ করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বারসিক মেয়েদের যে ফুটবল খেলা ও সাইকেল র‌্যালির আয়োজন করেছে তা সত্যিই একটি ব্যতিক্রমী আয়োজন। আমাদের স্কুলের মেয়েরা খেলেছে। ওরা জয়ী হয়েছে। আমার ভালো লাগছে। ছেলে-মেয়েদের সমান ভাবে সুযোগ সুবিধা দিতে হবে। কোনো ভেদাভেদ করা যাবে না।’

happy wheels 2

Comments