সবুজ উপকূল গড়ি
সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল
‘জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকুল বাঁচাই, সবুজ সুরক্ষা হবে’এই স্লোগানে গতকাল সকাল ১১ টার সময় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সবুজ উপকুল ২০১৮ শিরোনামে পুরস্কার বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগের দিন ৪টি বিষয়ভিত্তিক ইস্যু (ছবি অংকন, রচনা লিখন, সংবাদ লিখন, দেওয়াল পত্রিকা) নিয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
উক্ত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান ২) বাবু ডালিম কুমার ঘরামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, সাংবাদিক দিপক কুমার মিস্ত্রী, শিক্ষক রণজিৎ বর্মণ, বারসিক’র এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল, শিক্ষক আব্দুর রউফসহ বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি উপকূল বাংলাদেশ এর বাস্তবায়নে সহ আয়োজক হিসেবে ছিলো আলোকযাত্রা, আইটি পার্টনার ছিলো ডটসিলিকন মিডিয়া পার্টনার ছিলো একুশ শতক এবং সহযোগিতায় ছিলো গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক।