আমাদের ভাষা আছে, আমরাও মানুষ
রাজশাহী থেকে মো. জাহিদ আলী
২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস। সাদা- কালো, জাতি আর ধর্মের দোহায় দিয়ে বর্ণবাদী বৈষম্য নিপিড়িত হয়েছেন অনেক মানুষ। দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইনের রিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ৬৯ জন মানুষ। ১৯৬০ সালের ২১ মার্চ দিনটি জাতিসংঘ আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস হিসেব ঘোষণা করে এবং ১৯৬৬ সাল থেকে প্রতিবছর এই দিনে বর্ণ বৈষম্য দিবস পালন করে। এর ধারাবাহিকতায় আজ (২১ মার্চ) গোদাগাড়ী উপজেলা গোগ্রাম ইউপির দাদড় আদিবাসী গ্রামে বর্ণবৈষম্য বিলোপ দিবসে নিজেদের বঞ্চনা ও অধিকারের বিষয়গুলো ইউনিয়ন পরিষদের কাছে তুলে ধরেন গ্রামের অধিবাসীরা।
মৌলিক মানবিক চাহিদার সকল দিক থেকে বঞ্চিত এই গ্রামের মানুষ তাদের বঞ্চনার কথা তুলে ধরেন ইউপি সদস্যদের কাছে। একই সাথে তাদের শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি, পয়োঃনিস্কাশন, শ্রমের মজুরি, ভাষা বিষয়ে বৈষ্যমের কথা উঠে আসে মতবিনিময় সভায়। এ প্রসঙ্গে ফুলমনি মার্ডি বলেন, ‘আদিবাসী গ্রাম হওয়ার আমাদের এইখানে খাবার পানি, ব্যবহারের পানির পর্যাপ্ত ব্যবস্থা নাই, গ্রামে অনেকের বাড়িতে পায়খানা নাই, গ্রামের এক কিলোমিটার মত রাস্তা কাঁচা, বর্ষার সময় কাদা ভেঙে আসতে হয়। মানুষ হিসেবে আমাদের এগুলোকে প্রয়োজন সরকার তা মনেই করেন না।’
কৃষক মহিলাল সরেন বলেন, ‘আমরা আদিবাসী হওয়ার আমাদের উপর নজর কম, গ্রামে ভূমিহীন কৃষকই বেশি, ছোট গ্রাম হওয়ার আমাদের প্রয়োজনীয় সব কিছু বাইরে থেকে আনতে হয়। গ্রামের রাস্তা ভালো না তাই ফেরিওয়ালারাও গ্রামের ঠিকমত আসে না। গ্রামের মেয়েরা কৃষি কাজের সাথে যুক্ত তারাও কম মজুরিতে কাজ করে।’
মজার পাঠশালা শিক্ষক দুলালী মুম্মু বলেন, ‘আমাদের সংসারে অভাব বেশি, শ্রম দিতে পারে এমন সমস্য সকলকেই জমিতে কাজ করে। নারী ও শিক্ষার্থীরা জমিতে কাজ করলেও মজুরি কম পায়। কিশোর কিশোরীরা জমির কাজে যাওয়ার জন্য নিয়মিত স্কুলে যেতে পারে না। এর ফলে অনেকে লেখাপড়া থেকে ঝরে পড়ে।’ তিনি আরো জানান, তাদের একটি নিজস্ব ভাষা আছে কিন্তু স্কুলে সেই ভাষায় পড়ানো হয় না। আমাদের ভাষার ব্যবহার দিনে দিনে কমে যাচ্ছে।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, ‘আদিবাসী গ্রামগুলো আজকে আলোচিত সমস্যাগুলো বিদ্যমান রয়েছে। আমি সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি তাদের সমস্যা সমাধানের। আমি ইতিমধ্যে গ্রামের প্রবেশ মুখে একটি পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণ করে দিয়েছি। সরকারি ভাতা’র কার্ড কিছু কিছু মানুষকে করে দিয়েছি। রাস্তা ঘাট, পয়োঃনিস্কাশন ও ব্যবহার যোগ্য পানির যে সমস্যাগুলো আজকের মতবিনিময় সভায় উঠে এসেছে সেগুলা সমাধানে আমার ইউনিয়ন পরিষদ ও উপজেলা থেকে সহযোগিতা পেতে আমি সহায়তা করব।’