নয় ভেদাভেদ, আর নয় বৈষম্য
হরিরামপুর, মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা
হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের গোয়ালনগরে গনেশ রাজবংশীর বাড়ির আঙ্গিনায় স্বেচ্ছাসেবক টিম, উপজেলা নারী বৈষম্য প্রতিরোধ কমিটি, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, কৃষক সংগঠন ও বারসিক সমন্বিত উদ্যোগে সম্প্রতি আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্বরস্বতি রাজবংশী হরিরামপুর উপজেলা নারী বৈষম্য প্রতিরোধ কমিটির সদস্য। আলোচনায় অংশগ্রহন করেন আলো রাজবংশী স্বেচ্ছাসেবক টিম, সামাজিক উদ্যোক্তা শহীদ বিশ্বাস, বারসিক’র সত্যরঞ্জন সাহা, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।
আলোচনায় বক্তারা বলেন, ‘আমরা সবাই মানুষ, সকলের উদ্যোগেই আমরা পৃথিবীকে বাস উপযোগী করে তুলতে সক্ষম হয়েছি। মানুষে মানুষে আর নয় ভেদাভেদ, আর নয় বৈষম্য। আমরা সমন্বিত উদ্যোগে নিজেদের কর্মযজ্ঞের মাধ্যমে আরো ভালোভাবে বাঁচতে চাই। বৈচিত্র্যকে নিয়ে থাকতে চাই। সমাজে কাউকে ছোট করে নয়, সকলকে সমমর্যাদার ভিক্তিতেই আমার মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’
বক্তারা আরও বলেন, সাদা আর কালো চামড়া নয়, কর্মে আর গুণে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। জাত-পাত ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মানুষ হতে চাই। প্রকৃতি যেমন সকলের উপকারে আসে, আমরা মানুষ হিসাবে বৈষম্য আর ভেদাভেদ ভুলে গিয়ে সকলের উপকারে আসব।’
আলোচনার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি ও নারীদের অধিকার আদায়ে সামাজিক বৈষম্য রোধে রাষ্ট্র ও সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হয়। আলোচনা শেষে বাল্য বিবাহ রোধে স্বাধীনতার ভিডিও প্রদর্শনী করা হয়।