জীবন অভিজ্ঞতার শেষ নেই
মানিকগঞ্জের সিংগাইর থেকে মো. নজরুল ইসলাম ও আছিয়া আক্তার
‘নারী-পুরুষের বৈষম্য রোধ করি নারীবান্ধব বৈচিত্র্যময় সমাজ গড়ি’ এই স্লোগানকে ধারণ করে বারসিক’র সহযোগিতায় গতকাল মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলে থেকে শহীদ রফিক যুব স্চ্ছাবেসেবক টিম ও বকুল ফুল কিশোরী সংগঠনের আয়োজনে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। অভিজ্ঞতা বিনিময় সফরে এলাকার নারী ও পুরুষের অবস্থা, অবস্থান এবং বাল্য বিয়েসহ নারী নির্যাতন রোধের বিষয়ে আলোচনা হয়।
অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণকারীগণ জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের সমস্যার শেষ নেই। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন, বাল্য বিয়ে বৃদ্ধি পাচ্ছে। সব নারী ও কিশোরীই কোন না কোনভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। অভিজ্ঞতা বিনিয়ের মাধ্যমে তারা পরস্পরের কাছ থেকে জানতে পারেন কিভাবে তারা এসব নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছেন এবং এ শিক্ষা তাদের স্ব স্ব এলাকায় প্রয়োগের চেষ্টা করেন।
অভিজ্ঞতা বিনিময় সভায় নারী নেত্রী আয়শা বেগমের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় করেন এবং বারসিক মাঠ পর্যায়ের কাযক্রম তুলে ধরেন বারসিক কর্মকর্তা রিনা আক্তার, হরিহরদিয়া চরের উদ্যমী নারী শ্যামলী আক্তার ও মিরা আক্তার। এছাড়া অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন শহীদ রফিক যুব স্বেচ্ছাসেবক টিমের কার্যকরী সদস্য নাসরিন আক্তার রুনা, ফাহিমা আক্তার, বকুল ফুল কিশোরী সংগঠনের সভাপতি বর্ষা আক্তার ও সহকারি সাধারণ সম্পাদক সামান্তা আক্তার, রনি দেওয়ান প্রমুখ।
অভিজ্ঞতা বিনিময়ের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কৃষক মুক্তার আলীর গানে দর্শক স্রোতারা মুগ্ধ বনে যান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বারসিক কর্মকর্তা সত্যরঞ্জন সাহা ও মুক্তার হোসেন।