সমন্বিত উদ্যোগই পাখি রক্ষা হবে

মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা হরিরামপুর
পাখি উপযোগী গাছ রোপণ করি, পাখির আবাস স্থান রক্ষা করি, নিজেরা সচেতন থাকি ও অন্যকে সচেতন করি। বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২১ উপলক্ষে “গান কর, উড়ো, পাখির মতো উড়ে বেড়াও” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হরিরামপুর স্বেচ্ছাসেবক টিম, পদ্মা পাড়ের পাঠশালা হরিরামপুর, আলোর পথ ঘিওর, শহীদ রফিক যুব টিম সিংগাইর ও পালক মানিকগঞ্জের উদ্যোগে অনলাই ভার্চুয়াল আলোচনার সভার সভাপতিত্ব করে নাট্য কর্মী শাকিল আহমেদ। আলোচনা সভায় আঞ্চলিক সমন্বয়কারী মানিকগঞ্জের তৈরিকৃত পাখি নিয়ে ডকোমেন্ট উপস্থাপন করেন বারসিক’র সত্যরঞ্জন সাহা।


উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, পালক সদস্য সচিব বিমল রায় মানিকগঞ্জ, সমাজ কর্মী রুহুল ইসলাম(টিপু) মানিকগঞ্জ, শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় সালাউদ্দিন হরিরামপুর, নাট্য কর্মী শাকিল আহমেদ সিংগাইর, আলোর পথ সংগঠনের সভাপতি আকাশ ঘিওর, পদ্মা পাড়েরর পাঠশালা পরিচালক মীর নাদিম, হরিরামপুর যুব টিমের আহবায়ক ঝাকির হোসেন, হরিরামপুর স্বেচ্ছাসেবক টিমের সদস্য সাইদুর রহমান আলোচনায় বলেন ‘পাখি রক্ষায় আমরা সচেতন, পরিবারের সদস্যসহ অন্যদেরকে সচেতন করতে হবে। আমরা সচেতন হয়েছি বলেই বতর্মানে পাখি শিকার দেখা যায় না। আইনের চোখে পাখি শিকার বড় অপরাদ ও জেল জরিমান বিধানও রয়েছে।’

যুব টিম সদস্যগণ পাখি রক্ষায় উদ্যোগ গ্রহণ করে গাছে হাঁড়ি বেঁধে, দেশীয় ফলের গাছ ও বট পাকর রোপণ করেন। যুবকগণ পাখিকে খাবার দিয়ে সহায়তা করেন। পাখির আবাস্থল রক্ষা উদ্যোগ গ্রহণ করেন। তারা বলেন, ‘পাখি রক্ষায় আমরা আমাদের বাড়ির পাশের বাগান, গাছপালা দেখে রাখি। যুব টিমের সদস্যগণ অন্যদেরকে পাখি রক্ষায় সচেতন করি। পাখি কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্র্ণ ভুমিকা পালন করেন। পাখি রক্ষায় সচেতনতামূলক বিল র্বোড টানানো, লিফলেট বিতরণ করে।

happy wheels 2

Comments