জলবায়ু পরিবর্তনে চাই কৃষকের শস্য বীমা

মানিকগঞ্জ থেকে মো. মাসুদুর রহমান
সম্প্রতি মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় হাজেরা বেগমরে সভাপতিত্বে কৃষক নেতৃবৃন্দদের সাথে বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টারে দিনব্যাপী আলোচনা ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়ের শুভেচ্ছা বক্তব্য এবং হরিরামপুরের লেছড়াগঞ্জ চর কৃষক কৃষাণী সংগঠনের সভাপতি, সম্প্রতি লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মনোনীত হওয়ায় জেলা কৃষি উন্নয়ন কমিটির সম্পাদক মন্ডলীদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্য দিয়ে আলোচনা সভা আরম্ভ হয়।

আলোচনায় সংগঠনের সহ-সভাপতি হাজেরা বেগম বলেন, ‘কৃষকদেরকে জলবায়ূ পরিবর্তনে সবচেয়ে বেশি খেসারত দিতে হচ্ছে। রবি মৌসুমে অনাকাংখিত বৃষ্টিতে সরিষা ফলন নষ্ট হয়েছে, আবার সামনে আসছে খরা, বন্যা ও আরো কত কি? এ সকল সংকট নিরসনে শুধু খাপ খাওয়ানোর কথা বললেই হবে না, আমরা স্বল্প সময়ের জন্য সরকারি সুদমুক্ত ঋণ এবং শস্য বীমার জন্য দাবি করবো।’

সংগঠনের সাধারণ সম্পাদক শহিদ বিশ্বাস বলেন, ‘বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ নেই, খুচরা বিক্রেতাদের নিকট থেকে অধিক মূল্য দিয়ে ভূমিহীন, প্রান্তিক কৃষকরা সার সংগ্রহ করছেন। উৎপাদন খরচ কমাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ে আরো ভর্তুকি বাড়াতে হবে, পাশপাশি ধানের মূল্য বৃদ্ধিতে জেলা কৃষি উন্নয়ন কমিটিকে কাজ করতে হবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হাট বাজারে কিছু সংখ্যক অসাধু ইজারাদার, দালাল, ফড়িয়াদের মূলোৎপাটন ঘটাতে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।’

নব নির্বাচিত ইউপির সদস্য জনান্নু প্রামাণিক বলেন, ‘আমি ২০১৮ সাল থেকে জেলা কৃষি উন্নয়ন কমিটির সাথে জড়িত, স্থানীয় কৃষক সংগঠনের সদস্যদের অণুপ্রেরণায় এবং তাদের প্রচারণায় আমি আজ নির্বাচিত হয়েছি। আমি বারসিক’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ইউনিয়ন তথা জেলার কৃষকদের কৃষি প্রণোদনা, কৃষক পেনশনসহ অন্যান্য দাবি দাওয়া আদায়ে জেলা কৃষক সংগঠনের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।’

সাংগঠনিক সম্পাদক ইমান আলী বলেন, ‘জেলা কৃষক সংগঠনের কাজ হচ্ছে ইউনিয়ন ও উপজেলার কৃষক সংগঠনের নেতৃবৃন্দনের সাথে নিয়ে জেলার সর্বস্তরের কৃষকদের দাবী আদায়ে কাজ করা আর এ জন্য আমরা প্রত্যেকটি কৃষক সংগঠনকে আরো শক্তিশালী করতে চাই। আমরা আগামী তিন মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র তৈরির কাজ হাতে নিয়েছি।’

happy wheels 2

Comments