সাম্প্রতিক পোস্ট

প‌রিবেশ সংরক্ষণে সবুজ স্বেচ্ছা‌সেবক তৈ‌রি‌তে স্কুল ক‌্যা‌ম্পিং

সাতক্ষীরা থেকে গাজী মা‌হিদা মিজান

বারসিক’র উদ্যোগে আজ ২৬ শে জুন নবজীবন প‌লি‌টেক‌নিক স্কুলের ৯ম ও ১০ম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে প‌রি‌বেশ সংরক্ষ‌ণে উদ্ভুদ্ধকর‌ণ ও গ্রীন ভলা‌ন্টিয়ার তৈ‌রি‌তে স্কুল ক‌্যা‌ম্পিং এর আয়োজন করা হয়।  

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বার‌সি‌ক সাতক্ষীরা রি‌সোর্স সেন্টা‌রের সহযোগী কর্মসূচী কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, বার‌সিক শ‌্যামনগর রি‌সোর্স সেন্টা‌রের কমিউনিটি ফ্যাসিলিটেটর লি‌পিকা গাইন, শিক্ষা সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র‌্য রক্ষা টি‌মের সদস‌্য তামান্না পারভীন, স্বপন দাস প্রমুখ।

কর্মশালায় বারসিকের সহযোগী কর্মসূ‌চি কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান বলেন, ‘পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তন ঘটছে। কোথাও বৃষ্টি কমে যাচ্ছে আবার কোথাও ঘটছে অপ্রত্যাশিত প্রবল বর্ষণ সেই সাথে খরা এবং মরুকরণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে নতুন নতুন রোগ ব্যাধি মহামারী আকারে দেখা দিচ্ছে, যতদিন যাবে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ততই বাড়বে বলে আশংক্ষা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সকলকে সবুজ স্বেচ্ছাসেবক হয়ে নিজেদের এলাকার মানুষের জন্য কাজ করতে হবে যাতে আগামী দিনের জন্য আমরা কিছুটা প্রস্তুতি নিতে পারি। সবুজ স্বেচ্ছাসেবক হয়ে পরিবর্তন করে দেখাবেন এটাই আমাদের মূল উদ্দেশ্য।’

যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপমাত্রার প্রভাব পড়ছে আমাদের উপর। তীব্র তাপদাহ মোকাবেলায় আমরা সবাই সবুজ স্বেচ্ছাসেবক হিসেবে কিছু কাজ করতে পারি। এসব কাজ হতে পারে, আমাদের বাড়ির আশেপাশে যতটুকু ফাকা জায়গা বা স্থান আছে সেখানো অবশ্যই গাছ লাগানো। 

happy wheels 2

Comments