দুর্যোগ মোকাবেলা ও স্বাস্থ্য সুরক্ষায় তালবীজ রোপণ

মানিকগঞ্জ থেকে গাজী শাহাদত হোসেন বাদল ও মো. নজরুল ইসলাম

বড় বরিয়াল কৃষক-কৃষাণী সংগঠনের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় গত ২৬ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বড় বরিয়াল মহেন্দ্র মুণিদাসে বাড়িতে তাল গাছের উপকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাশেষে অংশগ্রহণকারীরা তাল বীজ রোপণ করেন।

42564185_396370947566283_1191931670354198528_n
আলোচনা সভায় ও তাল গাছ রোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বড় বরিয়াল কৃষক-কৃষাণী সংগঠনের সভানেত্রী লক্ষ্মী মুণিদাস, বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজ উদ্দিন, শিরিন আক্তার ও বদর উদ্দিন, নয়নমতি মুণি দাস, মহেন্দ্র মুণি দাস, শাহিনুর রহমান শাহিন প্রমূখ ।

42611779_691503891208352_8040117312835026944_n
আলোচনায় বক্তারা বলেন, ‘তাল গাছ দীর্ঘায়ু হয় এবং প্রকৃতি ও পরিবেশকে শীতল রাখে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাল পাতা দিয়ে পাটি, পাখা, ঘর ছাওয়া, চাটাই, পট, লেখার পুথি, কুন্ডুলী, পুতুল ও বাচ্চাদের খেলনা সামগ্রী তৈরি করা যায়।” তারা আরও বলেন, ‘তালের শাসে রয়েছে প্রচুর শক্তি, পাকা তাল অম্লপিত্তনাশক ও পেট পরিস্কারক, তালের পিঠা অনেক সুস্বাদু ও ভজনবিলাসী খাবার। আসুন আমরা প্রত্যেকের বাড়িতে রাস্তার পাশে পতিত জমিতে তাল গাছ রোপণ করি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, দুর্যোগ মোকাবেলাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি।’

42645327_1987202121302285_6559683205920718848_n
আলোচনা সভার শেষে অংশগ্রহণকারীরা ভিকরা নতুন হাট ও পশ্চিম হাট বরিয়াল মন্দির থেকে শুরু করে বড় বরিয়াল মসজিদ পর্যন্ত ১৫০টি তাল বীজ রোপণ করেন। সংগঠনের সদস্যরা সেচ্ছায় তাল বীজ সংগ্রহ ও রোপণ করেন।

happy wheels 2

Comments