আমরাও সচেতন
সাতক্ষীরা শ্যামনগর থেকে চম্পা রানী ,মনিকা রানী ও বাবলু জোয়ারদার
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা গ্রামে প্রয়াত সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেনের বাড়িতে গতকাল সকাল ১০টায় বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের আয়োজনে নারীদের সাথে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ ও ডেঙ্গু সচেতনতা বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নারীও শিশু, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিল্লুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মী প্রভাতী রানী মন্ডল এবং বারসিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা পরিদর্শক জিল্লুর রহমান বলেন, ‘আমরা সবাই যেন পরিস্কার পরিছন্ন থাকি নিয়ম মেনে চলি তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাবো। আপনারা বেশি করে শাকসবজি খাবেন এবং অন্যদেরকে শাকসবজি খেতে উৎসাহ দেবেন। সবশেষে আমি ধন্যবাদ জানাই বারসিককে এই ধরনের একটি আলোচনা সভার আয়োজন করার জন্য।’
আলেয়া বেগম বলেন, ‘আমরা শিশুদেরকে ঠিকমত শাকসবজি, পুষ্টিজাতীয় ও আয়রন খাবার খেতে দেই। তারা নিয়মিত পরিস্কার পরিছন্নভাবে রান্না করেন এবং সাবান ও স্যাভলন দিয়ে হাত পরিস্কার করি। আমরা বুঝি সবজি কাটার সময় হাত কালো হলে পুষ্টি বা আয়রন আছে। আমরা আমাদের শিশুদেরকে বিভিন্ন ধরনের শাকসবজি ডিমসহ অন্যান্য খাবার খাওয়ানোর চেষ্টা করি।’
অন্যদিকে আছিয়া বগম বলেন, ‘আমরা একটি বেসরকারী সংগঠন থেকে গর্ভবতী নারীরা অনেক ধরনের সহযোগিতা পাই। রাস্তাঘাট বা অন্য জায়গা থেকে কুড়িয়ে পাওয়া শাকসবজি এনে শিশুদেরকে খেতে দিই।’ মমতাজ বেগম বলেন, ‘আমরা বাল্যবিবাহ সর্ম্পকে আগে জানতাম না। বিভিন্ন সময় আলোচনা থেকে বাল্য বিবাহের কুফল সর্ম্পকে জানতে পেরেছি। অল্প বয়সে বিয়ে হলে ছেলে মেয়েদের জীবনের ঝুঁকি বাড়ে,অল্প বয়সে মৃত্যু ঘটে বাচ্চা অপুষ্টিতে ভোগে, প্রতিবন্ধী হয়। তাই আমরা ছেলে মেয়েদেরকে সঠিক বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করবো।’
মর্জিনা বেগম ডেঙ্গু বিষয়ে বলেন, ‘বাড়ির আশপাশ পরিস্কার রাখি কোথাও কোন পানি জমতে দিই না, মশার কয়েল ও মশারী ব্যবহার করি এবং অনেক সময় বাচ্চাদের হাতে ও পায়ে নারকেল তেল ব্যবহার করি।’
তাই আসুন আমরা সকলে মিলে সচেতন হই, নিরাপদ থাকি, সুস্থ থাকি।