বজ্রপাত ও প্রকৃতি রক্ষায় তালবীজ বপন
তানোর (রাজশাহী) থেকে মিজানুর রহমান
জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে প্রাণহানির হাত থেকে রক্ষা পেতে তাল গাছের বীজ বপন করা হয়েছে তানোরে।
সম্প্রতি তানোর পৌরশহরের সোনারপাড়া বটবাজার থেকে মালিপুকুর রাস্তার দুইপাশে এই বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর উজ্জল হোসেন, এসেডো’র কর্মকর্তা মাহাবুব জামান, আজাহার আলীসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তালের বীজ রোপণের এই কর্মসূচি চাঁপাই নবাবগঞ্জের নাচোল এবং রাজশাহীর তানোর এ দুই উপজেলায় তিনবছর ব্যাপী চলবে। এবছর প্রতি উপজেলায় এক হাজার করে তালের বীজ বপন করা হবে।