যুবরাই পারে পরিবেশ ও জেন্ডার সংবেদনশীল সমাজ গড়তে
মানিকগঞ্জ থেকে কমল চন্দ্র দত্ত
‘জেন্ডার বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে গতকাল ২৬ আগস্ট বারসিক’র উদ্যোগে মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া লৌহকার পাড়ার শিক্ষার্থীদের নিয়ে বাদল কর্মকারের বাড়িতে জেন্ডার, বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ে যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বারসিক’র কর্মসূচি কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, ‘পরিবারে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন পারিবারিক ও সামাজিক যে নিয়মনীতি ও আচার-অনুষ্ঠান পালন করা হয় তার মাধ্যমেই নারী ও পুরুষ শিশুর পরিচয় ফোটে উঠে। জন্মের পার থেকে ছেলেও মেয়েদের মধ্যে বৈষম্য তৈরি হয়। ফলে শিক্ষাসহ অন্যান্য সকল ক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, তার জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষার।’
বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘সমাজ থেকে জেন্ডার বৈষম্য কমিয়ে এনে উন্নয়ন অগযাত্রায় আমাদের যেমন অবস্থান তৈরি করতে হবে তেমনি পরিবেশে টিকে থাকা, সমাজে সুন্দর ও শান্তিতে বসবাসের জন্য বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ে আমাদের ধারণা থাকা প্রয়োজন।’
অংশগ্রহণকারী আশিক কর্মকার ও প্রতিমা কর্মকার বলেন, ‘আলোচ্য বিষয়গুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা ছিলনা। আজ কর্মশালায় অংশগ্রহণ করে বিষয়গুলো সম্পর্কে অনেককিছু জানতে ও বুঝতে পারলাম। আমাদের শিক্ষা জীবনে জেন্ডার, বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক চিন্তা-চেতনাগুলো কাজে লাগাতে হবে। তাহলেই আমরা পরিবেশসম্মত সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবো।’