৫২‘এর চেতনায় গড়ে উঠুক যুবদের চেতনা
নেত্রকোনা থেকে রোখসানা রুমি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্বরণের উদ্দেশ্যে বারসিক’র সহযোগিতায় গত ২১ ফেব্রুয়ারি নেত্রকোনা সদর উপজেলার মৌজেবালি গ্রামের অক্সিজেন যুব সংগঠন, রক্তের বন্ধন যুব সংগঠন ও ফুলপাখি কিশোরী সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দেশাত্মবোধক গান পরিবেশন ও প্রতিযোগিতা, শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুব সংগঠনের সদস্যরা রাত ১২.০১ মিনিটে স্থানীয় শহীদমিনারে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০ টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এছাড়া স্থানীয় লোকদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অন্যদিকে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুজিবর রহমান ও এলাকার সুধীজন। আলোচনায় বক্তারা বলেন, ‘আমাদের বাংলাভাষা আমাদের গর্ব। এই ভাষার জন্য বাংলার ছেলেরা প্রাণ দিয়েছে। এই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
বিকালে প্রতীকী ভাষা সৈনিক ও মুক্তি যোদ্ধা দলে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিনিধি আনোয়ার হোসেন ও জামিলা আক্তার ও সমাজ সেবক ফয়সাল আহমেদ। খেলায় ভাষাসৈনিক দল তিন দুই গোলে জয়লাভ করে। যুবক ইউসুফ বলেন, ‘আমাদের তরুণদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে ভাষা আন্দোলনের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তুলতে হবে।’