সিংগাইরে কিশোরীদের বর্ণিল বসন্ত উৎসবের সুরেলায় মুগ্ধ সবাই
মানিকগঞ্জ থেকে মো.নজরুল ইসলাম
“প্রকৃতির পত্রপল্লবে,নতুন সাজে সজ্জিত বসন্ত” প্রাণ প্রকৃতির মেলবন্ধনের নারীবান্ধব সমাজ চাই। গতকাল মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের বারসিক বায়রা রিসোর্স সেন্টার মিলনায়তনে বকুল ফুল কিশোরী ক্লাব ও শহীদ রফিক যুব সেচ্ছাসেবী টিমের যৌথ আয়োজনে বসন্তের আবরণে আলোচনা, গান,আবৃত্তি ও নৃত্যসহ বর্ণিল অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বকুল ফুল কিশোরী ক্লাবের সভাপতি মহুয়া শারমিনের সভাপতিত্বে ও শহীদ রফিক যুব সেচ্ছাসেবী টিমের লিমা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক বন্ধু মো.ইব্রাহিম মিয়া। প্রবন্ধ উপস্থাপন করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক প্রোগ্রাম অফিসার মো.শাহিনুর রহমান। গান পরিবেশন করেন অন্দ্রিলা দত্ত লিসা,বর্নিলা দত্ত মোনা,আবৃত্তি ও গানে বিউটি আক্তার আছিয়া আক্তার, রিনা আক্তার, অনন্যা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ‘বসন্তের আগমনে নতুন সাজে গেয়ে উঠুক মানুষের হদয় ও মন। তরুণ তরুণীরা গেয়ে উঠুক প্রকৃতির আগমনী বার্তা। সংরক্ষিত হোক বাংলার আবহমান লোকজ সংস্কৃতির অমিয় ধরা। নারীবান্ধব সমাজে বহুত্ববাদী চর্চা হোক সবখানে।’