একত্রিত হলে সব বাধা অতিক্রম করা সম্ভব

সাতক্ষীরা, শ্যামনগর থেকে বিশ্বজিৎ মন্ডল
বারসিক’র উদ্যোগে উপকূলীয় এলাকায় গড়ে উঠা বিভিন্ন পেশাজীবী জনসংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে হায়বাতপুর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির কার্যালয়ে জনসংগঠনসমুহের চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও মুল্যায়ন বিষয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল।


সভায় উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপত্বিতে ও বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় এবং সহযোগী এলাকা সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের শুভেচ্ছা বক্তব্যে ও পরিচিতির মাধ্যমে সভার শুভ সুচনা হয়। সভায় বর্তমান সময়ের এবং নতুনভাবে আগ্রহী ও উদ্যোগী ৪২ টি জনসংগঠনের প্রতিনিধি, জনসংগঠন সমন্বয় কমিটির সদস্য, বারসিক কর্মকতাসহ মোট ৫২ জন অংশগ্রহণ করেন।

সভায় স্ব স্ব সংগঠনের প্রতিনিধিরা তাদের জানুয়ারি ২৩ থেকে জুন ২০২৩ পর্যন্ত কাজের অগ্রগতি, কাজ করতে গিয়ে কি ধরনের বাধার সন্মূখিন হচ্ছেন, তাদের সফলতা এবং সংগঠন শক্তিশালীকরণে কি ধরনের সহায়তা দরকার তা পারস্পারিক আলোচনার মাধ্যমে সহভাগিতা করেন।


সভায় দাতিনাখালী বনজীবী নারী সংগঠনের সভানেত্রী শেফালী বেগম বলেন, ‘আমরা এখন আর পিছিয়ে নেই। আমরা এখন সব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ এবং সে প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে যেমন জানছি তেমনি সেবা পেতেও সহায়তা করছি। আমরা আর ঘরে বসে নেই। এলাকার সমস্যা সমাধানের জন্য নানান উদ্যোগ গ্রহণ করছি। বিগত কয়েক মাস আমি আমার সংগঠনের সদস্যদের নানান সহায়তা পেতে সহায়তা করেছি যেটা টাকার অংকে হিসাব করলে অনেক।’ তিনি আরও বলেন, ‘আমাদের সকল ধরনের সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাত্রা বাড়াতে হবে এবং নিজেদের আরো বেশি সচেতন হতে হবে। শুধুমাত্র নামে সংগঠন করলে হবে না তার জন্য কিছু করতে হবে। এলাকার যে প্রাকৃতিক সম্পদ আছে তাতে আমাদের পেশাজীবী জনগোষ্ঠীর অধিকার তৈরিসহ জনসংগঠনগুলোতে আয়ের পথ তৈরি করা দরকার ।’


নতুনভাবে আগ্রহী চকবারা কৃষি নারী সংগঠনের সভানেত্রী জেসমিন বলেন, ‘সংগঠনের মাধ্যমে যে অনেক কিছু করা যায় এটা আজ বুঝলাম। আমরাও আমাদের সংগঠনের মাধ্যমে এলাকার মানুষকে একত্রিত করে এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চাই।’ সভায় অংশগ্রহণকারী অন্য সংগঠনের প্রতিনিধিরা বলেন, ‘আজকে এ সভার মাধ্যমে আমাদের প্রত্যেক সংগঠনের কাজের সমন্বয় হলো। আমাদের প্রত্যেক সংগঠনের যে সমস্ত সমস্যা ও বাধা আছে তা সমাধানের জন্য আমাদের সংগঠিত হতে হবে।’


সবশেষে প্রত্যেক সংগঠনের প্রতনিধিরা তাদের নিজ নিজ সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হন। তারা বলেন, ‘একতাই বল। একত্রিত হলে সব বাধা অতিক্রম করা সম্ভব। এভাবে ধারাবাহিক কর্মসূচির সম্পাদনের মাধ্যমে পারস্পারিক যোগাযোগ তৈরি এবং সংগঠন শক্তিশালীকরণ ও ঐক্যবদ্ধতা তৈরিতে ভূমিকা রাখবে।’

happy wheels 2

Comments