পরিবেশবান্ধব কৃষি চর্চা বৃদ্ধির আহবান
মো. নজরুল ইসলামঃমানিকগঞ্জ
“জৈব কৃষি চর্চা বৃদ্ধি করি, নিরাপদ জীবন গড়ি’-এই স্লোগানে আজ (৩১ মার্চ) মানিকগঞ্জে সদর উপজেলার সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে ও গ্লোবাল গ্রীনগ্র্যন্ট ইউএসএ ফান্ড এর সহযোগিতায় এগ্রো ইকোলজি, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু ন্যায্যতার দাবিতে সুশীল সমাজের প্রতিনিধি ও যুবদের সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। সহায়ক হিসেবে ভূমিকা পালন করেন বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।
বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড. মো. ফারুক হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইনুদ্দিন আহমেদ, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক আনিসুর রহমান, কৃষিবিদ মনিরুল হক সরকার, সাংস্কৃতিক কর্মী মো.আওলাদ হোসেন, বারসিক এলাকা সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার, প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ইয়ুথ গ্রীন ক্লাবের সভাপতি মিজানুর রহমান হৃদয়, লাভ ফর ব্লাডের সমন্বয়কারী মুশফিকুর রহমান নিবিড়, ঋতু রবি দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের শিকার। আমাদের চারপাশের পরিবেশ নানা কারণে দখল দূষণ ও বিষে ভরপুর। এগুলো মোকাবিলা করতে সুশীল সমাজ ও যুবদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম বৃদ্ধি করতে হবে এবং সরকারকে অবহিত করতে হবে। সর্বোপরি পরিবেশবান্ধব বিষমুক্ত কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে।’