নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে

সিংগাইর, মানিকগঞ্জ থেকে রিনা আক্তার
‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটলি বাংলাদেশ গড়বো’- ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিংগাইর উপজেলার বিনোদপুর গ্রামে কনকলতা কিশোরী সংগঠনের উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় গতকাল পালিত হলো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২১।


উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ত¡ করেন কনকলতা কিশোরী সংগঠনের সভাপতি তানিয়া আক্তার, কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিমা আফরিন নুপুর, সঞ্চালয়কের ভূমিকা পালন করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বারসিক’র প্রোগ্রাম অফিসার মো: নজরুল ইসলাম, অধ্যাপক মনোয়ার হোসেন স্যার, সমাজসেবক আমিনুল ইসলাম, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।


দিব উপলক্ষে আয়োজিত আলোচনায় অধ্যাপক মনোয়ার হোসেন স্যার জেন্ডার বৈষম্য নিয়ে বলেন ‘বৈষম্য দূর করার জন্য আমাদের নারীদের অনেক দূর যেতে হবে শিক্ষা এবং দীক্ষায়। বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় বলেন, ‘আমাদের কন্যাদের জড়তা কাটিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে, বেশি বেশি বই পড়ার অভ্যাশ বাড়াতে হবে, সেই সাথে দক্ষ হয়ে উঠতে হবে সবাইকে। স্বাগত বক্তব্যে বারসিক’র প্রোগ্রাম অফিসার মো: নজরুল ইসলাম বলেন, ‘আমাদের কিশোরীদের প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে, যাতে করে তারা ভবিষ্যতের কর্ণধার এবং নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে। আলোচনা সভায় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম ।


এর আগে দিবস উপলক্ষে কিশোরীদের খেলাধুলা, আলোচনা সভা, মানবন্ধন ও সর্বোপুরি পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিশোরীরা স্বতর্স্ফুতভাবে (চেয়ার খেলা, বল ছোড়া) খেলায় অংশগ্রহণ করে।

happy wheels 2

Comments