সিডিওর উদ্যোগে যুব উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান
কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন (সিডিও) এর উদ্যোগে এবংগবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক’র সার্বিক সহযোগিতায় যুব উন্নয়ন উদ্যোক্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শ্যামনগর বিআরডিবি হল রুমে সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক ও বারসিক’র লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে প্রবীণ প্রতিবন্ধীদের জন্য যানবাহনে নির্দিষ্ট বসার জায়গা চেয়ে আবেদন জানান সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ, আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সিডিওর সদস্যদের নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এছাড়া সিডিওর সকল ভালো কাজের সাথে থাকার ঘোষণা দেন।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা রুরাল ডেভেলপমেন্ট অফিসার এসএমএ সোহেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম খান প্রমুখ।
সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সদস্য গাজী আব্দুল আলিম এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় বারসিক’র প্রোগ্রাম অফিসার মফিজুর রহমান, রামকৃষ্ণ জোয়াদ্দার, সিডিওর আহ্বায়ক মারুফ বিল্লাহ রুবেল, সদস্য সচিব আব্দুল আলিম, সদস্য স.ম ওসমান গনী সোহাগ, মো. হাবিবুর রহমানসহ শ্যামনগরের ১২টি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় প্রত্যেক ইউনিট প্রধানগণকে অর্থবছরের কর্মপরিকল্পনা সূচি প্রদান করা হয়।