নগরের তরুণদের উদ্যোগে সবজি চাষ
রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
রাজশাহীর নামোভদ্রাতে তরুণদের উদ্যোগে বস্তির পরিত্যাক্ত জায়গায় সবজি আবাদ হয়েছে। সেখানে বেশ ভালো ফলন হয়েছে বলে তরুণরা জানিয়েছেন। এই সবজি বাগানটি ৫ তরুণের উদ্যোগে প্রথমে তৈরি হয়। তরুণরা সেখান থেকে নিজেদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তারা সবজিগুলো বস্তির নি¤œ আয়ের মানুষদেরকে বিনামূল্যে বিতরণ করেছেন।
তাদের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে বারসিক। তরুণদের উপকরণ ও পরামর্শ দিয়ে আসছে সংগঠনটি। সবজি চাষের জন্য বারসিক বীজসহ নানান উপকরণ প্রদান করেছে তরুণদের যাতে করে তারা ভালোমত ও পরিবেশবান্ধব উপায়ে সবজি উৎপাদন করতে পারেন।
তরুণদের উদ্যোগে তৈরি সবজি বাগানে এই শীতে টমেটোর ফলন ভালো হয়েছে। এছাড়া লাল শাক, সবুজ শাক, শিম বেগুনও খুভ ভালো হয়েছে। এই প্রসঙ্গে বস্তিবাসী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মান্না বলেন, ‘বারসিক’র সহায়তায় সবজি চাষ বিষয়ে অনেক পরামর্শ, দিকনির্দেশনা ও বিভিন্ন সময়ে উপকরণ (বীজ, চারা) সহযোগিতা পেয়েছি। এতে করে আমাদের এই উদ্যোগে অনেক সফলতা এসেছে। এইবার শীতে টমেটো, শিম, শাক এই সবজি বাগান থেকে তুলে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বস্তিবাসীর মাঝেও বিনিময় করেছি।’
তরুণদের এই উদ্যোগ নগরের অন্যান্য তরুণদের মাঝে উৎসাহ সঞ্চারিত হোক-এটাই তারা প্রত্যাশা করেন।