পরিবেশ উপলক্ষে বারসিক’র ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ

সাতক্ষীরা থেকে জাহাঙ্গীর আলম
বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে বেসরকারি সংস্থা বারসিক। গতকাল সোমবার (৫ জুন) সকালে পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের পর বারসিকের উদ্যোগে বিভিন্ ধরণের ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।


সাতক্ষীরা কালেষ্টরেট চত্বরে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর গৃহীত কর্মসুচির অংশ হিসাবে গাছের চারা বিতরণ করে এসময় বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারের সহকারী কর্মসুচি কর্মকর্তা গাজী মকাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সমন্বয়ক এসএম হাবিবুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে একশ’ ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। এর আগে বারসিক কর্মকর্ত কর্মচারীরা স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর গৃহীত কর্মসূচিতে অংশ নেন।

happy wheels 2

Comments