সব ধরনের সামাজিক সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে

সিংগাইর থেকে আছিয়া আক্তার
“ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি, নারীবান্ধব সমাজ গড়ি”-এই শ্লোাগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক’র সহযোগিতায় সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলের বায়রা ইউনিয়নের আলীনগর গ্রামের ফুলজান বেগমের বাসভবনে আলীনগর নারী উন্নয়ন কমিটির উদ্যোগে ইভটিজিং প্রতিরোধ দিবসে সামাজিক সহিংসতা প্রতিরোধে নারীর ক্ষমতায়নে সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কমিউনিটি পর্যায়ে সংলাপ ও পরিবেশবান্ধব বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফুলজান বেগমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নূরজাহান বেগমের সঞ্চালনায় কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা রিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়রা ইউনিয়নের ইউপি সদস্য দেওয়ান তসলিম উদ্দিন স্বপন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন নারী নেত্রী নারগিস বেগম, বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা আছিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা ঘরে বাইরে সকল স্থান থেকে ইভটিজিং প্রতিরোধ করতে চাই। বাল্য বিয়ে, ইভটিজিং, বুলিংসহ সকল প্রকার সামাজিক সহিংসতা প্রতিরোধের প্রচারমূলক কাজে গ্রামীণ নারীদের আরও সোচ্চার ভূমিকা চাই।’


ইউপি সদস্য স্বপন বলেন, ‘ইভটিজিং, র‌্যাগিং,বুলিং, বাল্যবিয়েহসহ সকল প্রকার সহিংসতা প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সচেতনতা বাড়াতে হবে। ‘না’ বলা শিখতে হবে। আমরা জনপ্রতিনিধি হিসেবে সকাল প্রকার সরকারি বেসরকারি সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা করবো।’

happy wheels 2

Comments