মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী
গাজী মাহিদা মিজান,সাতক্ষীরা থেকে
বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন ) সকাল ১০ টায় বারসিকের আয়োজনে শহরের বদ্দীপুর কলোনীতে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সুব্রত ঘোষ, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃঞ্চ জোয়ারদার, বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারের সহযোগী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, কমিউনিটি ফ্যাসিলিটেটর লিপিকা গাইন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য নিরব, ফরিদ, তামান্না পারভীন, ইয়াসিন আরাফাত, মাহি , তামিম হোসেন প্রমূখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয় জনগণ জাহানারা বেগম জানান, আমাদের এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে নারীরা তেমনভাবে কখনও ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে বলে আমি মনে করছি। বারসিককে অনেক ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের ক্যাম্প আয়োজন করার জন্য।
স্থানীয় জনগন আব্দুর রাজ্জাক বলেন, এ ধরণের উদ্যোগ গ্রহণ করার জন্য বারসিককে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর জন্য অনেক উপকারে আসবে।