বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সোচ্চার হই

সিংগাইর, মানিকগঞ্জ থেকে রিনা আক্তার

সূর্যমুখী কিশোরী সংগঠনের উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় গতকাল সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী গ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বেগম রোকেয়া স্মরণে কিশোরীদের সাথে স্থানীয় খেলাধুলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সূর্যমুখী কিশোরী সংগঠনের সভাপতি হালিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার কাউন্সিলর শহীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি হযরত আলী মাতবর। এছাড়াও আরও বক্তব্য রাখেন কিশোরী ক্লাবের সাধারণ সম্পাদক নাদিয়া আক্তারসহ সুমাইয়া, আইরিন প্রমুখ।

আলোচনায় বক্তারা শহীদদের প্রতি সম্মান, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সামাজিক সহিংসতা প্রতিরোধের ওপর গুরুত্বরোপ করেন। এই প্রসঙ্গে কাউন্সিলর শহীদুর রহমান বলেন, ‘আমাদের সকলের উচিত মেয়েদের দিকে বেশি করে খেয়াল রাখা, ছেলেমেয়ের কোনো ভেদাভেদ না করা, সমাজের নারী পুরুষের বৈষম্য হ্রাস করা।

উক্ত অনুষ্ঠানে কিশোরী সংগঠনের কিশোরীরা রশি খেলা, চেয়ার খেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

happy wheels 2

Comments