আমরা আজ ঐক্যবদ্ধ শক্তি

আমরা আজ ঐক্যবদ্ধ শক্তি

সত্যরঞ্জন সাহা, হরিরামপুর, মানিকগঞ্জ
আমদের হাত ঐক্যে রূপান্তর হয়েছে। আমরা আজ ঐক্যবদ্ধ শক্তি। নারীর নিজের ও সবার উন্নয়নের চিন্তা করে। আমরা সবার তথ্য শেয়ার করার মাধ্যমে আগামী দিরে কাজের উদ্যোগ গ্রহণ করি। একে অপরের সমস্যা সমাধানে সবাই সম্মিলিতভাবে কাজ করি। মানুষের সাথে মিলে মিশে কাজ করার মাধ্যমে আমাদের রাস্তা প্রশস্ত আরো হবে। সকলকে নিয়ে বাঁচার শক্তি বৃদ্ধি পাবে। আমাদের ঐক্যের পথ শক্তিশালী হচ্ছে। নারীর পথ চলাকে আরো সুদৃঢ় করতে বাহিরচর বকচর কিশোরি সংগঠন সাইকেল হাতে নিয়ে প্রতিযোগিতা করছে। সোনালি দিনের প্রত্যাশায় নারীর উদ্যোগ সফল করতে, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে বাহিরচর বকচর কিশোরী উন্নয়ন সংগঠন ও যুব সেচ্ছাসেবক টিম এবং বারসিক উদ্যোগে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর মাঠে নারীদের সাইকেল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আলোচনা সভার সভাপতিত্ব করেন বাহিরচর নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন হরিরামপরু উপজেলার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ, বিশেষ অতিথি সমাজ সেবক ও রামকৃষ্ণপুর ইউপি সদস্য ছকেল বিশ^াস, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, বারসিক প্রোগ্রাম অফিসার মোকতার হোসেন, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলার প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সুচরন সরকার, পদ্মা পাড়ের পাঠশালা পরিচালক মীর নাদিম হোসেন, বাহিরচর বকচর কিশোরী সংগঠনের সভাপতি সুমি আক্তার, স্বেচ্ছাসেবক টিমের সভাপতি শাহীন টিটু প্রমুখ।


হরিরামপুর চর যুব স্বেচ্ছাসেবক টিমের সভাপতি নাসির হোসেন আলোচনায় বলেন, ‘বর্তমানে নারী পুরুষ সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। মাঠে ঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে ও চাকরি এবং নারী উদ্যোক্ত হিসাবে সকল জায়গায় নারীদের উপস্থিতি রয়েছে। পরিবারে ছেলে মেয়েদেরকে সমান সুযোগ দিয়ে মানুষ করার আন্তরিকতা রয়েছে। বর্তমানে ছেলেদের চেয়ে নারী শিক্ষায় এগিয়ে আছে।’


তিনি আরও বলেন, ‘বারসিক প্রত্যন্ত গ্রামের নারী শিক্ষার জন্য সাইকেল চালাতে উৎসাহিত করছেন। সরকারি সহযোগিতায় নারী শিক্ষার্থীদের সাইকেল দিয়ে সহযোগিতা করছে। নারীর ক্ষমতায়নে পরিবারিক জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা করে আসছে।’


আলোচনায় বক্তারা কিশোরী সংগঠনকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সাইকেল প্রতিযোগি অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

happy wheels 2

Comments