গরু পালন করে মাসুদের সংসারে স্বচ্ছলতা এসেছে
চাপাইনবাবগঞ্জ থেকে রায়হান কবির রঞ্জু
চাঁপাইনবাবগন্জ জেলা নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়ন জোরপুকুর গ্রামের মাসুদ। বয়স ৪৬ বছর। তিনি ১০ বছর বয়স থেকেই তাঁর পরিবারের গরু মাঠে মাঠে চরাতেন। গরু চরানোর কারণে তিনি লেখাপড়া করতে পারেননি।
অভাব অনটনের সংসারের কারণে মাসুদকে খুব কষ্ট করতে হয়েছে। জীবনের এক পর্যায়ে তাকেও বিয়ে ও সংসার করতে হয়েছে। তবে বিয়ের সাত মাসের পর তার বাবা তাকে আলাদা করে দেন। তখন থেকেই মাসুদের সংগ্রামের জীবন আরও তীব্রভাবে শুরু হলো। সংসার চালানোর জন্য তিনি অন্যের বাড়িতে দিনমজুরি শুরু করে দেন।
দিনমজুরি করে যা আয় করেন তার কিছু অংশ তিনি সঞ্চয় করেন। এভাবে এক পর্যায়ে সঞ্চিত টাকা দিয়েই তিনি ১৯৯৮ সালে একটি ছোট গরু কেনেন। গরুটি তিনি যত্নসহকারে লালন পালন করেন। এভাবে এক পর্যায়ে গরুটি বাচ্চা দেয়।
মাসুদ গরু বিক্রি করে ৫ শতক জমি ক্রয় করেন। এছাড়া অন্যের ২ বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ শুরু করেন। এভাবেই গরু বিক্রি করে পর্যায়ক্রমে তিনি আরও ৪ বিঘা জমি ক্রয় করেন। বর্তমানে মাসুদের কাছে ছোট ও বড় মিলে ১০টি গরু আছে। তাঁর পরিবারে এখন কোন অভাব নেই। তিনি তাঁর সন্তানদের পড়াচ্ছেন। তাঁর ছেলে এসএসসি পাশ করেছে এবং মেয়ে নবম শ্রেণীতে পড়ে। মাসুদ বলেন, গরু পালন করে আজ আমার অভাব দূর হয়েছে। আমরা এখন অনেক সুখে আছি।’