অসুস্থ শকুনটি চিকিৎসা শেষে বনবিভাগের পর্যবেক্ষণে আছে
নেত্রকোনা থেকে মো. অহিদুর রহমান
গত কয়েকদিন ধরেই একটি অসুস্থ শকুন নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় এলোপাতারি ঘুরে বেড়াচ্ছে। নেত্রকোনা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের হাতে ধরা পড়ে অসুস্থ শকুনটি। তাদের কাছ থেকে উদ্ধার করেন বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। তিনি বৃক্ষপ্রেমিক কবিরাজ আ. হামিদের কাছে হস্তান্তর করলে পাখিটিকে আ. হামিদ কবিরাজ প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত প্রাণিসম্পদ কর্মকর্তা যথাযথ চিকিৎসার প্রদান করেন।
এরপর বনবিভাগকে জানানো হলে বনকর্মকর্তা আব্দুর রফিক এর তত্বাবধানে বর্তমানে বনবিভাগের চিকিৎসাধীন আছে। তিনি জানান, “আমাদের তত্বাবধানে থাকবে। সুস্থ করে শকুনটিকে তার আপন ঠিকানায় ছেড়ে দেওয়া হবে।
প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে শকুন একটি পরিচিত পাখি। নানা ধরনের মরা-পচা খেয়ে রোগ-জীবাণুর হাত থেকে যেমন আমাদের রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। বর্তমানে এই উপকারী পাখিটি মানুষের অসচেতনতা, অজ্ঞতা, অবহেলা আর অদূরদর্শিতার কারণে অতিবিপন্ন প্রাণীর তালিকায় অর্ন্তভূক্ত হয়েছে। দিন দিন অস্বাভাবিক হারে শকুনের সংখ্যা কমে যাচ্ছে।