গাছ লাগাই, পরিবেশ বাঁচাই

তানোর (রাজশাহী) থেকে মিজানুর রহমান

রাজশাহীর তানোর উপজেলায় স্থানীয় কৃষকদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। গত রোববার (২৮ জুলাই) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রদশর্নীর উপকরণ হিসেবে এসব চারা বিতরণ করা হয়।

স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর পরামর্শে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রায় ২ শতাধিক ফলদ চারা বিতরণ করা হয়। এসব চারার মধ্যে ছিল লেবু, আতা, জাম্বুরাসহ বিভিন্ন ফলদ চারা।

Tanore-001

এসব চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘পরিবেশের একমাত্র অকৃত্রিম বন্ধু গাছ। আমরা যত বেশি গাছ রোপণ করবো তত বেশি আমাদের উপকার হবে। প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে পরিবেশ রক্ষা পাবে।’

এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার দুপাশ, বাড়ির পাশে পড়ে থাকা অনাবাদি জায়গায় বেশি করে ফলদ, বনজ, ওষুধি গাছের চারা লাগাতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডি,এফ,এম এমদাদুল ইসলাম প্রমুখ।

happy wheels 2

Comments