ভোক্তার অধিকার সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে
সত্যরঞ্জন সাহা, হরিরামপুর, মানিকঞ্জ
হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল (২৮ সেপ্টেম্বর) উপজেলা পর্যায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানা ইনচার্জ সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন হরিরামপুরের মুক্তিযোদ্ধা সৈয়দ ঈমাম বাবু, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সরলা আক্তার ও বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘আমাদের সবাইকে কোন না কোন সময়ে ভোক্তা হতে হয়। আমরা সকলে সচেতন থাকলে ভোক্তা হিসাবে আমরা জিততে পারব। অসচেতনতায় আমরা বিপদে পড়তে পড়তে পারি। তাই কোন ঔষধ বা খাবার পণ্য কিনলে উৎপাদিত ও অতিক্রান্ত তারিখ দেখে কেনা উচিত। কোন কোম্পানি নিদিষ্ট পণ্যের ওজন কম দিলে, তার জন্য আপনি ভোক্তা অধিকার আইনে মামলা দিতে পারেন।’
হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালে করেছে। এই আইন নিজেরা জানবেন, অন্যদেরকে জানাবেন। আমাদের সকলের জানা বুঝার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে ও ভোক্তাগণ ন্যাযতা পাবে। ভোক্তা অধিকার নিয়ে হরিরামপুর উপজেলা প্রশাসন মোবাইল কোর্টে জরিমানা করছে। উপজেলা প্রশাসন সরকারি বেসরকারি সকল অফিসকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিত করে। ভোক্তা অধিকার রক্ষা করার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
হরিরামপুর থানা ইচার্জ সৈয়দ মিজানুর রহমান বলেন, ‘মানুষ ভোক্তা হিসাবে এখনও সচেতন হতে পারেনি। এ সুযোগ নেয় অনেকে। আমাদের আরো জানতে হবে, শিখতে হবে, সচেতন হতে হবে।’